Jerokom Tuntuni Serokom Chotacchu pdf download | যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু পিডিএফ ডাউনলোড

Jerokom Tuntuni Serokom Chotacchu pdf download | যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু পিডিএফ ডাউনলোড

Jerokom Tuntuni Serokom Chotacchu pdf download - যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু বইটি জনপ্রিয় লেখক মুহাম্মদ জাফর ইকবাল এর নতুন বই। এটি একটি ধারাবাহিক কিশোর উপন্যাস।মুহাম্মদ জাফর ইকবাল সাইন্স ফিকশন লেখক হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি অনেক কিশোর উপন্যাস রচনা করেছেন। তিনি শিশু-কিশোরদের একজন অত্যন্ত জনপ্রিয় লেখক। এবারের ২০২০ এ কিশোর উপন্যাস যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু বইটি প্রকাশ করেছে  পার্ল পাবলিকেশন্স। ২০২১ সালে মুহাম্মদ জাফর ইকবাল যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু (২০২০) সহ অপারেশন নীলাঞ্জনাবন বালিকাযেটুকু টুনটুনি সেটুকু ছোটাচ্চু বই গুলো প্রকাশ করেছে।


দেখে নিনঃ


বইয়ের নামঃ যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু

লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল

যেরকম টুনটুনি সেরকম ছোটাচ্চু বইটি টুনটুনি ও ছোটাচ্চু সিরিজের একটি বই। মুহাম্মদ জাফর ইকবাল মাসিক পত্রিকা কিশোর আলোতে টুনটুনি ও ছোটাচ্চু শিরোনামে ডিটেকটিভ গল্প লেখা শুরু করলে সেটা কিশোরদের মাঝে তুমুল জনপ্রিয়তা পায়। পাঠকদের অনুরোধে লেখক নিয়মিত টুনটুনি ও ছোটাচ্চু সিরিজ লিখতে থাকেন। পরবর্তিতে সেই গল্প গুলোকে বই আকারে রূপ দেওয়া হয়।

Jerokom Tuntuni Serokom Chotacchu বইয়ের কিছু অংশ

এক সেট গয়না

দরজায় টুংটাং শব্দ শুনে টুনি দরজা খুলে দেখে দরজার সামনে ফারিহা দাঁড়িয়ে আছে। ফারিহা তার মাথার চুল ছােট করে কেটে ফেলেছে, সেজন্যে আজকে তাকে দেখতে অন্য রকম লাগছে। টুনি খুশি খুশি গলায় বলল, “ফারিহাপু, তােমাকে দেখতে আজকে কী সুইট লাগছে!”

ফারিহা তার ছােট ছােট চুলের ভেতর আঙুল ঢুকিয়ে হাসি মুখে বলল, “ভেবেছিলাম ন্যাড়া করে ফেলব। শেষ পর্যন্ত আর করলাম না।”

টুনি বলল, “কেন করলে না ফারিহাপু?”

“মনে হলাে আমার মাথার চাদিটা ঢেউ ঢেউ। দেখতে কেমন লাগবে সেটা ভেবে আর ন্যাড়া করলাম না।”

টুনি হি হি করে হেসে বলল, “মাথার চাঁদি কখনাে ঢেউ ঢেউ হয় না ফারিহাপু।”

“হয়, হয়!” বলে ফারিহা ভেতরে ঢুকে একটা সােফায় বসে বলল, “শাহরিয়ার আছে?”

টুনি মাথা নাড়ল, বলল, “আছে। তুমি বসাে ফারিহাপু, আমি ডেকে দিচ্ছি।”

ফারিহা আবার তার চুলের ভেতর হাত ঢুকিয়ে বলল, “আমার চুল দেখে শাহরিয়ার কী বলবে মনে হয়?”

টুনি মুখ টিপে হাসল, বলল, “ছােটাচ্চু ভান করবে যে সে লক্ষই করেনি!”

ফারিহা মাথা নাড়ল, বলল, “আমারও তাই মনে হয় দেখি, ডেকে আননা দেখি।”

ছােটাচ্চু এসে ফারিহাকে দেখে একটুখানি চমকে উঠল কিন্তু সত্যি সত্যি ভান করল যে সে ফারিহার ছেলেদের মতাে করে কাটা চুলটা আলাদা করে লক্ষ করেনি। খানিকটা উদাস মুখ করে বসে রইল। তখন ফারিহা নিজেই জিজ্ঞেস করল, “আমার এই চুলের স্টাইলটা তােমার কেমন লাগছে শাহরিয়ার?”

ছােটাচ্চু বলল, “সত্যি করে বলব?”

“সত্যি করেই তাে বলবে।”

“তােমাকে দেখতে একটা ছেলের মতাে লাগছে। শুধু ছেলে না, কেমন যেন গুন্ডা গুন্ডা টাইপ।”

ফারিহা হি হি করে হেসে নিজের হাতে নিজে কিল দিয়ে বলল, “তুমি ঠিক বলেছাে। শুধু যে দেখতে গুন্ডা গুন্ডা লাগছে তা না, নিজেকে কেমন জানি মনে হচ্ছে গুন্ডা গুন্ডা।”

ছােটাচ্চু একটু ভয়ে ভয়ে ফারিহার দিকে তাকাল, বলল, “সত্যি?”

“হ্যা সত্যি। মনে হচ্ছে কারাে শার্টের কলার ধরে একটা ঝাকুনি দেই। কাউকে ঘুষি মারি। কাউকে গালাগাল করি।”

ছােটাচ্চু আরও ভয়ে ভয়ে বলল, “গালাগাল? ঘুষি?”
“হ্যাঁ।” বলে ফারিহাপু ছােটাছুর হাত ধরে টান দিয়ে বলল, “কোথায়?” “দেখি, মারামারি করার জন্য কাউকে পাওয়া যায় নাকি।”

ফারিহাপু সত্যি সত্যি মুখটা কেমন জানি ভয়ঙ্কর করে এক হাত দিয়ে অন্য হাতে আস্তে আস্তে ঘুষি মারতে লাগল।

ছােটাছু উঠে দাঁড়িয়ে বলল, “দাড়াও, শার্টটা একটু বদলে আসি।”

ফারিহা বলল, “ঠিক আছে, যাও।”

ছােটাছু ঘর থেকে বের হতেই ফারিহাপু খিলখিল করে হাসতে লাগল। টুনির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, “দেখেছাে? দেখেছাে? তােমার ছােটাছু সত্যি সত্যি বিশ্বাস করেছে।”

টুনিও হাসল, বলল, “হ্যা। আর তুমি বলেছাে খুব জোর দিয়ে। ছােটাছুকে যে যেটাই বলে সেটাই বিশ্বাস করে।"

ফারিহা মাথা নাড়ল, বলল, “সেইটা ঠিক।”

টুনি এবারে একটু ভয়ে ভয়ে বলল, “কিন্তু তুমি কি সত্যি সত্যি এখন কারাে সাথে মারামারি করতে যাবে?”

ফারিহা মাথা চুলকে বলল, “বলে যখন ফেলেছি, তখন তাে করতেই হবে। মারামারি না হােক একটু ঝগড়া-ঝাটি তাে করা দরকার। কার সাথে করা যায়?

টুনি বেশ খানিকটা দুশ্চিন্তা নিয়ে ফারিহার দিকে তাকিয়ে রইল। ফারিহাপু পারে না সেরকম কাজ মনে হয় দুনিয়াতে নাই। গাড়ি চালাতে চালাতে হঠাৎ একসময় ফারিহা বলল, “টিশ টিশ ঢিশুম।

ছােটাছু ভুরু কুঁচকে বলল, “টিশ টিশ ঢিশুম মানে কী?”

“কোনাে মানে নাই।”

“তাহলে?”

“তাহলে কী?”

“তাহলে এটা বলছাে কেন?"

ফারিহা বলল, “কী আশ্চর্য, যে কথাটার মানে নাই সেই কথা বলা যাবে না?

“আগে তাে বলতে না । সেই জন্যে বলছি।”

ফারিহাপু তখন হঠাৎ ব্রেক করে তার গাড়ি থামাল ফারিহাপুর গাড়িতে উঠলে সবাইকে সিট বেল্ট লাগাতে হয়, তা না হলে নির্ঘাত ছােটাচ্চু সামনের ড্যাশ বাের্ডে একটা ধাক্কা খেত।

ছােটাচ্চু একটু অবাক হয়ে বলল, “কী হলাে, থামালে কেন?”

“চলাে।”

“চলাে? কোথায়?”

“চিনতে পারছাে না কোথায়?”

জায়গাটা তখন ছােটাছু চিনতে পারল। এইখানে তার আলটিমেট ডিটেকটিভ এজেন্সির অফিস ছিল। ছােটাচ্চু মাথা বের করে তাকিয়ে দেখল, এখনও অফিসের সাইনবাের্ডটা আছে, তার মানে তার ডিটেকটিভ এজেন্সিটা উঠে যায় নি।......

You can Jerokom Tuntuni Serokom Chotacchu pdf download here.

কিছুক্ষণ অপেক্ষা করুন...
সরাসরি লিংক click here.


নোটঃ কপিরাইটের কারণে বইটি Jerokom Tuntuni Serokom Chotacchu pdf ডাউনলোড নাও হতে পারে। সাময়িক এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। alert-warning


Post a Comment

নবীনতর পূর্বতন