মানবদেহের অনেক অজানা তথ্য । Manob deher onek ojana tottho

Manob deher onek ojana tottho - আমরা যে দেহটাকে বহন করে বেড়াই, তার সম্পর্কে কত তথ্যই না আমাদের অজানা। আমাদের মানবদেহের এমন কিছু অজানা তথ্য রয়েছে যা আমরা অনেকেই জানি না। আমাদের এই মানব শরীর অনেক রহস্যময়। এর রহস্যের অনেক কিছুই আমরা অবগত না। এমনকি শরীরের অনেক অংশ রয়েছে যা এখনো আমাদের অজানা। এই অজানা কিছু বিষয় এখানে তুলে ধরা হলো।


মানবদেহের অনেক অজানা তথ্য । Manob deher onek ojana tottho

(১) আমাদের মানবদেহের যেসকল স্নায়ু রয়েছে সেগুলোর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার।


(২) মানব মস্তিস্কের স্পন্দনের গতি প্রায় ঘন্টায় ৪০০ কিলোমিটার।


(৩) একটি চুলের একটি আপেল কে ধরে রাখার মতো ক্ষমতা রয়েছে। তবে বিজ্ঞানীরা এখন পর্যন্ত আপেলের কোনো মাত্রা নির্দিষ্ট করেন নি যাতে করে বোঝা যায় ঠিক কত ওজনের আপেল ধরে রাখতে পারে।


(৪) কোনো ব্যক্তির নখগুলো যদি নরম ও ভঙ্গুর এবং চাঁদহীন হ্য তাহলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ হতে পারে।


(৫) আমাদের অনেকের ধারণা আমাদের দেহে চার ধরণের রক্ত রয়েছে কিন্ত আসলে আমাদের দেহে রক্তের ধরন ২৯ টি। এই ২৯ ধরনের রক্তের মধ্যে সবচেয়ে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।


(৬) মানুষের জিভ/জিহব্বা দেখে অনেক কিছু বোঝা যায়। জিভ/জিহব্বা এর নমুনা একেবারে অনন্য।


(৭) হাসির সময় আমাদের মুখের ১৭টি পেশি 'ট্রিগার' হয়। অপরদিকে কান্নার সময় ৪৩ টি পেশি সক্রিয় হয়ে উঠে। তাই আরও বেশি বেশি হাসতে হবে।


(৮) প্রতিদিন একজন মানুষ গড়ে প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।


(৯) পৃথিবীর প্রায় সকল মানুষের চোখের পাতায় 'ডেমোডেক্স' নামে একটি বিশেষ ধরনের অতিক্ষুদ্র পরজীবী প্রাণী থাকে।


(১০) আমাদের মানবদেহ প্রতিদিন গড়ে এক মিলিয়ন ত্বকের কোষ হারায়, বছরে যার পরিমান হয় ২ কিলোগ্রাম।


মানবদেহের অনেক অজানা তথ্য । Manob deher onek ojana tottho

(১১) আমাদের চোখ যতগুলো রঙ শনাক্ত করতে পারে তার সংখ্যা হলো ১ কোটি। চোখ এত গুলোন রংয়ের মধ্যে পার্থক্য করতে পারলেও আমাদের মস্তিষ্ক এই রঙ গুলো মনে রাখতে পারে না।


(১২) প্রতি বছরে আমাদের হৃদপিণ্ড প্রায় গড়ে ৩৫ মিলিয়ন বার বিট দেয়।

 

(১৩) গবেষনার দেখা গেছে আমাদের কান প্রায় অবিশ্বাস্য ভাবে সারাজীবন ব্যাপী বৃদ্ধি পেতে থাকে। প্রতি বছর আমাদের কান প্রায় এক মিলিমিটারের চার ভাগের এক ভাগ পরিমাণ বৃদ্ধি পায়।


(১৪) আমাদের ত্বকের প্রতি ১ বর্গ সেন্টিমিটারে প্রায় শতাধিক ব্যথা সংবেদক রিসেপ্টেটর রয়েছে যার মাধ্যমে আমরা ব্যথা পেলে অনুভব করতে পারি।


(১৫) কোনও ব্যক্তির মুখে যে পরিমান ব্যাকটেরিয়া বিদ্যমান সেই সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার সমান বা তারও বেশি।


(১৬) স্বাদ গ্রহন করার জন্য মানুষের জিহ্বায় এক ধরণের স্বাদের কুঁড়ি(টেষ্ট বাট) থাকে যেটা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি থাকে।


(১৭) রক্ত একদিনে আমাদের দেহে মোট ​​১৯৩১২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।


(১৮) একজন ব্যক্তি তার সারাজীবনে যে পরিমান খাদ্য গ্রহণ করে তার গড় পরিমান প্রায় ৩৫ টন।


(১৯) মানব মস্তিস্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়।


(২০) মানুষের হাঁচির গতি প্রায় ঘন্টায় ১৬০ কি.মি. ।


(২১) একজন মানুষ তার জীবনের কোনো পর্যায়ে যেকোনো প্রায় পাঁচ বছর অনেক বেশি সক্রিয় থাকে।


Post a Comment

নবীনতর পূর্বতন