রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি

 


✅রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি:
▪️বিশ্বকবি - উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
▪️গুরুদেব- উপাধি দেন মহাত্মা গান্ধী।
▪️কবি গুরু- উপাধি দেন ক্ষিতিমোহন সেন।
▪️ভারতের মহাকবি- উপাধি দেন চীনের কবি চি লিজন।
✅রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক উৎসর্গকৃত গ্রন্থ:
▪️বসন্ত (গীতিনাট্য)- কাজী নজরুল ইসলাম কে।
▪️তাসের ঘর (নাটক)- নেতাজি সুভাষচন্দ্র বসু কে।
▪️খেয়া (কাব্য)- জগদীশ চন্দ্র বসু কে।
▪️পূরবী (কাব্য)- ভিক্টোরিয়া ওকাম্পো কে।
▪️কালের যাত্রা (নাটক)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে।

Post a Comment

নবীনতর পূর্বতন