টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড | Teletalk sim all code

Teletalk Sim All Code - আমরা অনেকেই টেলিটক সিম ব্যবহার করার সময় টেলিটক সিমের প্রয়োজনীয় কোড গুলো নিয়ে ঝামেলায় পড়ি। এখানে টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।


টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড | Teletalk sim all code


টেলিটক বাংলাদেশ সরকারের নিজস্ব মোবাইল ফোন অপারেটর। বাংলাদেশে আরো ৪ টা বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের সেবা টেলিটকের তুলনায় ভালো হওয়ায় টেলিটকের গ্রাহক সংখ্যা অনেক কম। যদিও টেলিটক অন্যান্য অপারেটরদের তুলনায় অনেক কম মুল্যে ডাটা প্যাকেজ ও মিনিট প্যাকেজ দিয়ে থাকে। তারপরও এর সেবার মান এবং নেটওয়ার্ক কভারেজ বেশি না হওয়ায় এটা কেউ ব্যাবহার করে না। তাই এটা জনপ্রিয় না হওয়ায় কেউ এটা ব্যবহার করতে চাইলে তার নিজ নাম্বার দেখা, ব্যালান্স চেক করা, মিনিট চেক করা, ইন্টারনেট চেক সহ অন্যান্য সার্ভিস চেক করার সময় ঝামেলায় পড়তে হয়।

দেখে নিনঃ


টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড গুলোর মধ্যে অন্যতম হলো *152# । অন্যান্য অপারেটর মতো ব্যালেন্স, মিনিট, ইন্টারনেট চেক করার জন্য টেলিটকের আলাদা আলাদা USSD কোড নেই। *152# এই একটি মাত্র USSD কোড ডায়াল করেই টেলিটকের সকল সার্ভিস চেক করা যায়। নিচে টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড গুলো দেওয়া হলো।


টেলিটকের নাম্বার দেখার কোডঃ

টেলিটক সিমের নাম্বার দেখার জন্য *551# ডায়াল করুন।


টেলিটকের ব্যালেন্স দেখার কোডঃ

টেলিটক সিমের ব্যালেন্স দেখার *152# ডায়াল করুন


টেলিটকের ইন্টারনেট/ডাটা চেক করার কোডঃ

টেলিটক সিমের ইন্টারনেট ডাটা চেক করার জন্য U লিখে SMS করুন 111 এ।


টেলিটকের মিনিট চেক করার কোডঃ

টেলিটক সিমের মিনিট চেক করার জন্য *152# ডায়াল করুন।


টেলিটকের এসএমএস চেক করার কোডঃ

টেলিটক সিমের এসএমএস চেক করার জন্য *152# ডায়াল করুন।


টেলিটকের হেল্পলাইন কোডঃ

টেলিটকের হেল্পলাইনের জন্য *121# ডায়াল করুন।


টেলিটকের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোডঃ

টেলিটক সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার জন্য STOP ALL লিখে এসএমএস করুন 335 এ।


টেলিটকের প্রোমোশনাল এসএমএস বন্ধ করার কোডঃ

টেলিটকের প্রমোশনাল এসএমএস না চাইলে *121*1101# ডায়াল করে ডু নট ডিসটার্ব সেবা চালু করুন।



এছাড়া টেলিটকের ব্যালেন্স, ডাটা প্যাকের ব্যালেন্স, মিনিট প্যাকের ব্যালেন্স সব একসাথে দেখার জন্য রয়েছে My Teletalk অ্যাপ। My Teletalk অ্যাপ এর মাধ্যমে একই অ্যাপে অনেক কাজ করা যায়। My Teletalk অ্যাপ এর জন্যঃ

(১) মোবাইল ডাটা অথবা ওয়াইফাই চালু করে গুগল প্লে-স্টোর এ যেতে হবে।

(২) সার্চ বক্স এ গিয়ে My Teletalk লিখে সার্চ করতে হবে।

(৩) এরপর Install অপশন ক্লিক করে অ্যাপটি Install করে নিতে হবে।

(৪) সফল ভাবে Install হয়ে গেলে নিজের টেলিটক নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

(৫) অ্যকাউন্ট তৈরি হয়ে গেলে লগ-ইন করে নিলেই এখান থেকে টেলিটকের ব্যালেন্স, ডাটা প্যাকের ব্যালেন্স, মিনিট প্যাকের ব্যালেন্স সহ সব সার্ভিস একসাথে পাওয়া যাবে।


এছাড়াও সহজেই My Teletalk অ্যাপ Install করার জন্য অ্যাপ এর লিংক নিচে দেওয়া হলো।


Post a Comment

নবীনতর পূর্বতন