মানব দেহের কিছু অজানা বৈশিষ্ট্য । Manob deher kisu ojana boisistho

মানব দেহের অজানা এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা আমরা জানি না। মানবদেহ নিয়ে আমাদের জল্পনা-কল্পনার অন্ত নেই। অনেক আগে থেকেই মানদেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে গবেষণা হয়ে আসছে। আর প্রতিনিয়ত গবেষণা হতে বের হয়ে আসছে অবাক করে দেয়ার মত তথ্য। আজকে আমাদের দেহ সম্পর্কে এমন কিছু তথ্য আলোচনা করা হবে যা আমাদের কাছে অজানা।


মানব দেহের কিছু অজানা বৈশিষ্ট্য । Manob deher kisu ojana boisistho


(১) হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের ভিতরের সমস্ত কাজ বন্ধ হয়ে যায় এমনকি আমাদের হার্টবীটও থেমে যায়।


(২) আমাদের মুখ থেকে পেটে মাত্র ৭ সেকেন্ডে খাদ্য পৌছে যায়।


(৩) প্রতিটি মানব শিশু জন্মগ্রহণ করার সময় হাঁটুতে কোনো ক্যাপ থাকে না। এবং এই ক্যাপ ২ থেকে ৬ বছর পর্যন্তও দেখা যায়না। বয়স বাড়ার সাথে সাথে এটি তৈরি হয়।


(৪) রাতের তুলনায় সকালে আমাদের দেহ বেশী বৃদ্ধি পায়।


(৫) হাঁচি দেওয়ার সময় আমরা কখনোই আমাদের চোখ খুলে রাখতে পারিনা।


(৬) আমাদের দেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার এবং আমরা এর ওপর নির্ভর বসে থাকি।


(৭) আমাদের জিহ্বায় কোন খাবারের স্বাদ প্রায় ১০ দিন টিকে পর্যন্ত থাকে।


(৮) আমাদের চোখের ওপরে যে ভ্রু রয়েছে তাতে প্রায় ৫০০ টি লোম রয়েছে।


(৯) আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হলো কানের হাড়। এই হাড়ের নাম স্টেপিস।


(১০) মানুষের মাথার খুলিতে ২৬ টি ভিন্ন ভিন্ন ধরণের হাড় রয়েছে।


১৯। একই খাবারের স্বাদ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি পেয়ে থাকে।


(১১) মানব শিশু জন্মগ্রহণ করার সময় ৩০০ টি হাড় থাকলেও বয়স বৃদ্ধি হওয়ার পর দেহে মোট ২০৬ টি হাড় থাকে।


(১২) একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন গড়ে ৬ বার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়।


(১৩) হৃদপিন্ড প্রতিদিন আমাদের দেহে ১০০ বার রক্ত প্রবাহিত করে।


(১৪) আমাদের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হলো জিভ।


(১৫) মানুষের মৃত্যুর পরও তার চুল বৃদ্ধি পেতে থাকে।


(১৬) আমাদের দেহের মোট নার্ভ সেলের সংখ্যা প্রায় ১০০ বিলিয়ন বেশি।


(১৭) বাচ্চারা বসন্ত কালে দৈহিক ভাবে খুব দ্রুত বৃদ্ধি পায়।


(১৮) আমাদের দেহের কোনো হাড় একটি শক্ত পাথর থেকেও ৪ গুণ বেশি শক্তিশালী।


(১৯) হাঁচি দেওয়ার সময় বাতাস প্রতি ঘণ্টায় ১০০ মাইল বেগে আমাদের নাক থেকে বের হয়ে যায়।


(২০) আমাদের চোখ সবসময় একই রকম থাকলেও কান ও নাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এর বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।


(২১) আমাদের চোখের একটি পাপড়ির আয়ুস্কাল মোট ১৫০ দিন।


(২২) আমাদের চুল ও হাত, পা এর নখ একই পদার্থ দ্বারা তৈরি।


মানব দেহের এসব তথ্য আমাদের অনেকেরই অজানা। মানবদেহ নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন এবং একেক সময় বেরিয়ে আসছে পুরো বিশ্বকেই অবাক করে দেওয়ার মতো অজানা সব তথ্য। মানবদেহ নিয়ে যেমন জল্পনা-কল্পনার শেষ নেই তেমনি এই মানব দেহ নিয়ে তথ্যেরও শেষ নেই।


Post a Comment

নবীনতর পূর্বতন