গণিতের জেমস বন্ড পিডিএফ ডাউনলোড । Goniter James Bond PDF Download

গণিতের জেমস বন্ড পিডিএফ ডাউনলোড । Goniter James Bond PDF Download

Goniter James Bond PDF Download - গণিতের জেমস বন্ড বইটি জনপ্রিয় অনলাইন গণিত শিক্ষক মোত্তাসিন পাহলভীর লেখা একটি বই। মোত্তাসিন পাহলভী অনলাইনে গণিত শেখানোর জন্য ছাত্রছাত্রীদের মাঝে তুমুল জনপ্রিয়। তিনি গণিতের জেমস বন্ড সহ বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অংকের জাদুকর, ম্যাজিক ম্যাথ ইত্যাদি। বইমেলা ২০২১ এ গণিতের জেমস বন্ড বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।


দেখে নিনঃ


বইয়ের নামঃ গণিতের জেমস বন্ড

লেখকঃ মোত্তাসিন পাহলভী

গণিতের জেমস বন্ড বইটির নাম দেখেই বোঝা যাচ্ছে এ বইটি গণিতের ওপর লেখা। এ বইটি রাফাত নামের একজন কিশোর চরিত্রের ওপর ভিত্তি করে লেখা হয়েছে, যে গণিত বিষয়ে তার সমবয়সী ছেলেমেয়েদের তুলনায় অনেক পারদর্শী। তার বয়সী ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলে, মুভি দেখে, বসে বসে গল্প করে সময় কাটায়, রাফাত তখন গণিতের বিভিন্ন মজার বিষয় নিয়ে গবেষণা করে। সে নিজে নিজেই গণিতের অনেকগুলো ম্যাজিক ট্রিক্স আবিষ্কার করে। এবং সে প্রায়ই এই ম্যাজিক ট্রিক্সগুলো তার বন্ধুদের দেখায়। এগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। রাফাতের দেখানো ম্যাজিকগুলো তার বন্ধুদের এতটাই মুগ্ধ করে যে একদিন বন্ধুরা তাকে ‘গণিতের জেমসবন্ড’ উপাধি দেয়। রাফাতের এই সব বিষয় নিয়েই Goniter James Bond বইটি লেখা হয়েছে।


Goniter James Bond বইয়ের কিছু অংশ

মোত্তাসিন পাহলভীর লেখা Goniter James Bond বই থেকে কিছু অংশ সরাসরি নিচে তুলে দেওয়া হলো-


সবজান্তা গণিতবিদ


রাফাতের বয়স তখন 10 বছর। সেই বছরই ক্লাস ফোরে উঠেছে। একদিন রাফাতের দাদু রাফাতকে ডেকে বিছানায় বসতে বললেন। এরপর দাদু রাফাতকে একটি গল্প শোনালেন-


সে বহুকাল আগের কথা। এক রাজ্যে এক সবজান্তা লোক ছিল। তার খ্যাতি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। তার খ্যাতির কথা শুনে ঐ রাজ্যের রাজা অনেক রাগান্বিত হলেন এবং তাকে রাজদরবারে ডেকে পাঠালেন। সবজান্তা ব্যক্তিটি রাজদরবারে হাজির হওয়ার পর রাজা তার উদ্দেশ্যে প্রশ্ন করলেন-


তুমি কি সেই সবজান্তা ব্যক্তি? সবজান্তা ব্যক্তিটি উত্তর দিল- জি জাহাঁপনা।


রাজা এবার বললেন, আমি তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারলে তুমি পাঁচ শ স্বর্ণমুদ্রা পাবে, আর উত্তর দিতে না পারলে তোমার গর্দান যাবে (অর্থাৎ ফাঁসি দেওয়া হবে)।


এরপর রাজা প্রশ্ন শুরু করলেন।


রাজদরবারের সামনে একটি চৌবাচ্চা লক্ষ করে রাজা বললেন, চৌবাচ্চাটিতে কত পেয়ালা (কাপ) পানি ধরে?


প্রশ্নটি শুনে সবজান্তা ব্যক্তিটি হেসে বলল, এর উত্তর তো খুবই সহজ। যদি পেয়ালার (কাপ) আকার চৌবাচ্চার সমান হয়, তবে এক পেয়ালা; আর যদি পেয়ালার আকার চৌবাচ্চার অর্ধেক হয়, তবে দুই পেয়ালা। আর তিন ভাগের এক ভাগ হলে তিন পেয়ালা আর...


ব্যক্তিটির উত্তর শুনে রাজদরবারের সবাই হতবাক হয়ে গেল।


রাজা বললেন, তা না হয় বুঝলাম। এবার আর একটি প্রশ্নের উত্তর দাও।


বলো দেখি, এই রাজ্যে মোট কতটি কাক আছে?


সবজান্তা ব্যক্তিটি হেসে উত্তর দিলেন ৯,৯৯৯ টি। যদি হিসাব করে এর চেয়ে বেশী পান, তবে বুঝবেন বাহির থেকে কিছু কাক নতুন করে রাজ্যে ঢুকেছে; আর যদি কম পান, তাহলে বুঝবেন রাজ্য থেকে কিছু কা বাহিরে গিয়েছে।


সবজান্তা ব্যক্তিটির বুদ্ধিমত্তা দেখে রাজা খুশি হয়ে তাকে প্রতিশ্রুতি মোতাবেক পাঁচ শ স্বর্ণমুদ্রা উপহার দিলেন।


এরপর দাদু বললেন,


সবজান্তা ব্যক্তিটি যেভাবে বুদ্ধি খাটিয়ে  সব প্রশ্নের উত্তর দিতে পারে, তেমন গণিতও এমন একটি বিষয় যা দিয়ে যেকোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব।


You can Goniter James Bond PDF download here.

কিছুক্ষণ অপেক্ষা করুন...
সরাসরি লিংক click here.


নোটঃ কপিরাইটের কারণে বইটি Goniter James Bond PDF ডাউনলোড নাও হতে পারে। সাময়িক এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। alert-warning


Post a Comment

নবীনতর পূর্বতন